শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

৫০ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেফতার ৩ 

মাসুদ আলম : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে ১০ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ পেশাদার মাদক কারবারি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতদের নাম-  মোঃ রমজান মিয়া,  মোঃ জাহিদ ইসলাম ও  মোঃ নুরুল হক । 

রোববার  শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

সোমবার ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সকালে  ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলীর নেতৃত্বে একটি চৌকস টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে কতিপয় মাদক কারবারি মাইক্রোবাসযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে সকালে ডিবির টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রমজান, জাহিদ ও নুরুলকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য দশ লাখ টাকা। এ সময়  গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি  জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজের কাছে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উক্ত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়