শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪, ০১:২৮ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণখানে ডিশ ব্যাবসা কে কেন্দ্র করে দ্বন্দে একজন নিহত 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : রাজধানীর দক্ষিণখানে সোহেল রানা নামের এক ডিশ ব্যবসায়ী কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৮টার দিকে দক্ষিণখানের মৌশাইর মাল্টি গার্মেন্টসের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণখান থানা পুলিশ।  নিহত সোহেল রানা দক্ষিণখানের আর্মি সোসাইটিতে বসবাস করতেন। লোকমুখে শুনা যায় সোহেল যুবদলের  রাজনীতির সাথে  সম্পৃক্ত ছিলেন। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাল্টি গার্মেন্টসের সামনে রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান এলোপাথাড়ি কোপানোর সময় সোহেলকে বলতে শোনা যায় কিরে আহাম্মদ তুই আমাকে কোপাচ্ছিস কেন।  এছাড়াও আলামিন (২২)গুরুতর  আহত হন। 

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সূত্র জানিয়েছে, সোহেলের বাম হাতে একাধিক গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী  বলেন, ‘মৌশাইর এলাকায় সোহেল নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’

পরিদর্শক সুমন বলের, ‘কোপানোর পর সোহেলকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে অন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  সোহেলকে হত্যার কারণ প্রসঙ্গে জানতে চাইলে পরিদর্শক সুমন বলেন, ‘নিহত সোহেল ডিশ ব্যবসা করতেন। তাকে কী কারণে, কারা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়