শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৭ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুগদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত 

 

মোস্তাফিজ : রাজধানীর মুগদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  ছুরিকাঘাতে আশিক এলাহি শাকিল (২৮) নামের এক যুবক খুন হয়েছে। পেশায় তিনি এলপি বোতল জাত গ্যাসের ব্যবসায়ী। 

একই ঘটনায় নিহতের আপন দুই ভাই সহ আহত হয়েছেন চারজন। শুক্রবার রাত দশটার দিকে এমুগদা  থানাধীন কাজিবাড়ি মসজিদ সংলগ্ন মেইন রোডে এ ঘটনাটি ঘটে ‌।

গুরুতর আহত অবস্থায়  আশিক এলাহি শাকিল (২৮) ও আপন দুই ভাই আশিক পারভেজ সুজন (৩৮) ও  আশিক শামস।
সহ  প্রতিবেশী ইকবাল (৩০) অপর এ  প্রতিবেশী যুবক   সব পাঁচজনকে আহত অবস্থায় দিবাগত রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশিক এলাহি শাকিল (২৮) কে মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা মোঃ ওমর ফারুক ও নিহতের চাচাতো ভাই তানভীর বলেন, গতকাল রাত আনুমানিক দশটার দিকে নিহত  আশিকের বড় ভাইয়ের এলপি গ্যাসের দোকানের কর্মচারী খোকনের গ্যাস বহনকারী ভ্যানের সাথে একই এলাকার আরাফাতের মোটরসাইকেলে ভ্যান ধাক্কা দেয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়  ও তাদের সাথে তর্ক বিতর্কের  একপর্যায়ে আরাফাত(২০) ও তার বাবা আসাদ ও তার চাচা আরেক ইকবাল সহ স্থানীয় ১৫-২০ জন লোক নিয়ে ,নিহত আশিক ও তার দুই আপন ভাই ও প্রতিবেশী দুইজনকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে আঘাত করে। 

পরে তাদেরকে উদ্ধার করে  শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

অপর আহত চারজনের মধ্যে তিনজন  ঢামেকে চিকিৎসাধীন রয়েছে  বলেও তিনি জানান। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত তিনজন চিকিৎসাধীন রয়েছে অপর একজন আহত প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
মৃত আশিক ঢাকা মুগদা  ৫০/১৩ উত্তর মান্ডা ছাতা মসজিদ এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ ওমর ফারুকের ছেলে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়