শিরোনাম
◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজারে এক কিশোরীর আত্মহত্যা

মোস্তাফিজ : রাজধানীর চকবাজার  ইসলাম বাগে একটি খেলনা তৈরীর কারখানার বাথরুমে মোছাঃ তাকমিনা আক্তার (১৬) নামের এক কিশোরী  গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে প্লাস্টিকের খেলনা তৈরি কারখানার শ্রমিক।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানায় এ ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতার  বড় বোন ওই কারখানার শ্রমিক রিনা আক্তার বলেন, ছোট বোন তাকমিনার সাথে ওই কারখানার শ্রমিক মোঃ মনোয়ার মনো (১৮) মাঝেমধ্যে সম্পর্কের প্রস্তাব দেয় এতে আমার বোন রাজি হয়নি। আজকেও সকালে কারখানায় তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। বিকালেও খারাপ ভাষায় গালি দিয়েছে ও মেরে ফেলার হুমকিও দিয়েছে। পরে  সন্ধ্যায় ছোট বোন কারখানার বাথরুমে যায়। 

পরে অনেক সময় পেরিয়ে গেলেও সে আর বাহির হয়নি। পরে বাথরুমের দরজা ভেঙ্গে দেখি গ্রিলের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে।
পরে সেখান থেকে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত তাকমিনা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাস্তা গ্রামের ওবায়দুল্লাহের মেয়ে। চকবাজার আলির ঘাট এলাকায় ভাড়া বাসায় দুই বোন এক সঙ্গে থাকতো।  চার বোন দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়