আব্দুল্লাহ আল আমীন: উপস্থিত বুদ্ধি ও দেশপ্রেমের অনন্য নিদর্শন রেখে রেললাইন রক্ষা করল ময়মনসিংহের নান্দাইল উপজেলার চার শিশু-কিশোর। এ ঘটনায় তাদেরকে পুরস্কৃত করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।
বুধবার (২৯ নভেম্বর) সকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার) আইজিপি কর্তৃক প্রদত্ত ২০ হাজার টাকা অর্থ পুরস্কার তুলে দেন ময়মনসিংহের নান্দাইলের সেই চার কিশোরের হাতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম ।
তিনি বলেন, জনমনে ত্রাস সৃষ্টিকারী যেকোনো ব্যক্তি অথবা ঘটনা সম্পর্কে উপযুক্ত প্রমাণসহ সুনির্দিষ্ট তথ্যাদি জেলা পুলিশ কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৩২০১০৪০৯৮ তে অবহিত করলে তথ্য প্রদানকারীকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করা হবে।
এছাড়া জাতীয় জরূরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে যেকোনো থানায় সরাসরি নাশকতার তথ্য প্রেরণ করা যেতে পারে।