শাফায়েত নাজমুল, কিশোরগঞ্জ: [২] কিশোরগঞ্জ ১ (সদর-হোসেনপুর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি।
[৩] সোমবার (২০ নভেম্বর) শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে অধ্যাপক ডাক্তার সৈয়দ শরিফুল ইসলাম ও সর্বকনিষ্ঠ মেয়ে সৈয়দা রাফিয়া নুর রূপা তাদের বোন কিশোরগঞ্জ ও হোসেনপুর এর জনবান্ধব নেত্রী ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
[৪] এ সময় কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
[৫] বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বর্তমানে এ আসনে অতি জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে পরিচিত।
আপনার মতামত লিখুন :