শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:১৪ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে যুবলীগের উন্নয়ন শোভাযাত্রা 

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও উন্নয়ন শোভাযাত্রা করেছে যুবলীগ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের মীরগঞ্জ এলাকায় আলোচনা সভা শেষে উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়।

[৩] জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার নেতৃত্বে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এতে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

[৪] এর আগে, স্কুল মাঠে আলোচনা সভায় জেলা যুবলীগের সাবেক সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাকিল চৌধুরী, রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান মোহাম্মদ জামাল হোসেন খোকন প্রমুখ।

[৫] এসময় সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।

[৬] এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেরোয়া ইউনিয়ন যুবলীগ আহবায়ক আকবর মৃধা, যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির, রাজু পাটওয়ারী, শাওন ভুঁইয়া, নিশান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালমান হোসেন, সাধারণ সম্পাদক ইমন খানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এরপর দুপুরে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়