সাজিয়া আক্তার: কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বিদেশি পিস্তলসহ রমি নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের বুলু মন্ডলের ছেলে। সূত্র: রাইজিং বিডি
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভেড়ামারা রেলস্টেশন এলাকায় ওই যুবক প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তা দেখে স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানিয়েছেন, ভেড়ামারা রেলস্টেশন এলাকা থেকে রমি নামের এক যুবককে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়েছে। সে পিস্তল কোথা থেকে কিভাবে পেয়েছে, এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।