শিরোনাম
◈ সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে আজ মু‌খ্মে‌খি বাংলা‌দেশ ও আফগা‌নিস্তান ◈ রাজ‌নৈ‌তিক মহ‌লে একটাই প্রশ্ন, আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে কীভাবে থাকবে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে আয়ারল্যান্ডের টেস্ট ও টি-‌টো‌য়ে‌ন্টির দল ঘোষণা ◈ মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বোমা হামলা, নিহত ৪০ ◈ নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল, প্রজ্ঞাপন জারি ◈ মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা: ট্রাম্পের আশাবাদী মন্তব্য ◈ প্রথম নারী বিসিবির পরিচালক হতে যাওয়া কে এই রুবাবা দৌলা? যা জানাগেল ◈ সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে পিনাকী বললেন, ফাইজলামি পাইছেন? ◈ সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা করেন ◈ নারী বিশ্বকাপ, বাগে পেয়েও পারলেন না বাংলাদেশের বাঘিনিরা, নাইটের ব্যাটে জয় পে‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৫১ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানছড়িতে বিজিবির ওপর আসামির হামলা, টাকা ছিনিয়ে নিলো স্থানীয়রা

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ সাড়ে ১২ লাখ টাকাসহ আটককৃত ২ ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয়রা। ২৪ সেপ্টেম্বর রোববার বিকেল ৪ টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলায় ৫ বিজিবি সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এ খবর জানিয়েছেন, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর।

সূত্র যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার পানছড়ির লোগাং ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে। এ সময় তাদের কাছে থাকা বস্তার ভেতর থেকে সাড়ে ১২ লাখ টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিসহ জব্দকৃত টাকা পানছড়ি থানায় হস্তান্তরের জন্য নেয়ার পথে পূজগাং বাজার এলাকায় বিজিবি সদস্যদের গাড়ি আটকিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় টাকা ও আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। উচ্ছৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। অতিরিক্ত বিজিবি সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) অনীক কুমার দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়