শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ’র প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

এ এইচ সবুজ, গাজীপুর: [২] ইকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর প্রথম আন্তর্জাতিক সম্মেলন শনিবার (২৩ সেপ্টেম্বর) তুলা ভবন, ঢাকা এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

[৩] এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল (Ecological Challenges Assessment and Restoration)। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। 

[৪] এ সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। 

[৫] সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. এ. মান্নানের সঞ্চালনায় সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো: রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ড. শেফালী রাণী মজুমদার।

[৬] দিনব্যাপি এ সম্মেলনে ভারত, জাপানসহ দেশী-বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের দুই শতাধিক পরিবেশ বিজ্ঞানী উপস্থিত ছিলেন। সম্মেলনে দেশী-বিদেশী বিজ্ঞানীরা ৩০টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত দেশ-বিদেশের গবেষকদের মধ্যে ভবিষ্যতে সহযোগিতা করার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে এবারের আন্তর্জাতিক কনফারেন্স শেষ হয়।

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়