এ এইচ সবুজ, গাজীপুর: [২] ইকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর প্রথম আন্তর্জাতিক সম্মেলন শনিবার (২৩ সেপ্টেম্বর) তুলা ভবন, ঢাকা এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
[৩] এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল (Ecological Challenges Assessment and Restoration)। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।
[৪] এ সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
[৫] সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. এ. মান্নানের সঞ্চালনায় সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো: রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ড. শেফালী রাণী মজুমদার।
[৬] দিনব্যাপি এ সম্মেলনে ভারত, জাপানসহ দেশী-বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের দুই শতাধিক পরিবেশ বিজ্ঞানী উপস্থিত ছিলেন। সম্মেলনে দেশী-বিদেশী বিজ্ঞানীরা ৩০টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত দেশ-বিদেশের গবেষকদের মধ্যে ভবিষ্যতে সহযোগিতা করার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে এবারের আন্তর্জাতিক কনফারেন্স শেষ হয়।
প্রতিনিধি/একে