শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে তীব্র গরমে চার্জার ফ্যান সংকট, ভোগান্তি

জাহিদুল হক, মানিকগঞ্জ: লোডশেডিং আর তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সাধারন মানুষ একটু স্বস্তি পেতে ইলেকট্রনিকস দোকানগুলোতে ছুটছেন চার্জার ফ্যান কিনতে। তবে চাহিদা থাকলেও শহরের বেশিরভাগ দোকানগুলোতে নেই চার্জার ফ্যান। আর যেসব দোকানগুলোতে চার্জার ফ্যান আছে সেগুলো ভোক্তাদের অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে চার্জার ফ্যানের দাম বেড়েছে। ফলে সাধারন মানুষের ভোগান্তি বেড়েছে।

শহরের সেওতা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, দিনে কয়েকবার বিদুৎ থাকেনা। পরিবারে বৃদ্ধ বাবা মা আছেন। তীব্র গরমের কথা চিন্তা করে চার্জার ফ্যান কিনতে এসেছিলাম। শহরের কোর দোকানে চার্জার ফ্যান নেই।

জয়রা এলাকার শফিকুল ইসলাম বলেন, গতকাল দোকানদার বেশি দাম চাওয়াতে ফ্যান কিনি নাই। আজ বেশি দামেও ফ্যান মিলছেনা। চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা বেশি দামেও ফ্যান বিক্রি করেছে।
শহরের কালীবাড়ি এলাকার স্টার ইলেকট্রিকের ব্যবস্থাপক রুবেলুর রহমান বলেন, শহরের দোকানগুলোতে দুই দিন আগেই চার্জার ফ্যান শেষ। পাইকারী বাজারে যোগান না থাকায় সংকট তৈরি হয়েছে।

জনতা ইলেকট্রিকসের ব্যবসায়ী মো. আরিফুর রহমান বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে চার্জার ফ্যানের চাহিদা বেশি। ছোট, বড়, মাঝারি কোন ফ্যানই সরবরাহ করা যাচ্ছেনা। প্রতিদিন ক্রেতারা এসে ফেরত যাচ্ছে।

জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জমান রুমেল বলেন, প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় সংকট তৈরি হয়েছে। তবে যেসকল ব্যবসায়ী বেশি দামে ফ্যান বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়