শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ার সীমান্ত দিয়ে ৮ অবৈধ অনুপ্রবেশকারী আটক

স্বপন দেব, মৌলভীবাজার: জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি এলাকা থেকে বিজিবির বিশেষ টহল টিম মঙ্গলবার (৬ জুন) রাতে বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করায় ৮ জনকে আটক করেছে।

বুধবার (৭ জুন) সকালে আটককৃতদের কুলাউড়া থানায় সোপর্দ করলে পুলিশ তাদের মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।

মুরইছড়া বিওপির নায়েব সুবেদারের মো. দেলোয়ার হোসেন জানান, ইউনিয়নের পূর্ব ফটিগুলি এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবি’র টহলদল তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মো. মামুন (২০), মো. খোরশেদ (৩৫), মো. আনারুল (৫২), আলম মন্ডল (৫৮), মো. জনি (৩০), মো. আমদাদ (৩৭), পালো মালিথা (৪৫),  মনির মুন্সি (৪৮)। আটককৃতদের বাড়ি কুষ্টিয়া ও বাগেরহাট জেলায়।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন কুমার দেবনাথ জানান, গ্রেপ্তাকৃতদের  বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এছাড়াও পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- কামরুল ইসলাম, শামীম মিয়া, সুমন আহমদ, জেবুল মিয়া, মো. ময়নুল ইসলাম ও সুমন আহমদ। তাদের বাড়ি কুলাউড়া থানার বিভিন্ন এলাকায়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়