মোস্তাক আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ীতে সেলিম মিয়া (২৫) নামে এক ভ্যান চালকের ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কোড়ানীপাড়া বেপারী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হায়।
এক সন্তানের জনক সেলিম কোড়ানী পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে ও পেশায় ভ্যান চালক ছিলেন বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে পুঠিয়ারপাড় গ্রামের শান্তির সাথে বিয়ে হয় সেলিমের। কাজ না করা নিয়ে মাঝে মাঝে পরিবারে ঝগড়া হতো। এজন্য কিছুদিন আগে সেলিমের স্ত্রী শান্তি বাবার বাড়ী পুঠিয়ারপাড় চলে যান। তারপর থেকে সেলিম বাড়ীতে একাই থাকতেন। ২/৩ দিন আগে সেলিম পুঠিয়ারপার তার শশুর বাড়ীতে যান। পরে স্ত্রী শান্তিকে কিছুদিন পর নিয়ে আসবে বলে চলে আসেন।
সোমবার রাত ১০ টার দিকে বাড়ীর পাশে মোড় থেকে বাড়ীতে আসে সেলিম। রাতে খাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান। মঙ্গলবার ভোরে বিছানায় না দেখে খুঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে বাড়ীর সামনে ফসলী জমির মাঝে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠায়।
সেলিমের চাচা জামাল উদ্দিন বলেন, প্রায় ৩ বছর আগেও আমার ভাতিজা সেলিম বিয়ে করানোর জন্য পরিবারের সাথে অভিমান করে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। মঙ্গলবার ভোরে বাড়ীর সামনে ফসলী জমির মাঝখানে থাকা জিগার গাছে ঝুলন্ত মেরদেহ দেখে এলাকাবাসী আমাদের খবর দেয়।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয় এলাকাবাসী। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহেরে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/একে