শিরোনাম
◈ সরকার পুঁজিবাজার সংস্কারে আনবে বিদেশি বিশেষজ্ঞ , পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৩:৪৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

কুমিল্লায় আওয়ামী লীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১০

ডেস্ক নিউজ: চৌদ্দগ্রাম বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার (৬ জুন) সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের কারণে যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়। সূত্র: বাংলা ট্রিবিউন

সরেজমিনে দেখা যায়, চৌদ্দগ্রাম বাজারের মহাসড়কে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। 

এর আগে এদিন সকাল ৯টায় উপজেলা সদরে বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক অনুসারী এবং চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সূত্র: জাগো নিউজ

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা যায়, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। মুজিবুল হক এমপির পক্ষের নেতাকর্মীদের নিয়ে সভা করার কথা ছিল মঙ্গলবার। 

এদিকে একইদিন সকালে সমাবেশ করার কথা ছিল চৌদ্দগ্রাম সাবেক পৌর মেয়র মিজানুর রহমান ও শ্রীপুরের ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের। সকালে মিজানুর রহমানের সমর্থকরা সমাবেশ শুরুর আগে সড়কে অবস্থান নেয় মুজিবুল হকের কর্মী সমর্থকরা। এসময় মেয়রের বিক্ষুব্ধ সমর্থকরা মুজিবুল হকের সভামঞ্চ ভাঙচুর করে।

মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ লোকমান হোসেন বলেন, চৌদ্দগ্রাম বাজারে যানজট ছিল। এখন স্বাভাবিক হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

জেএ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়