শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৩:৪৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

কুমিল্লায় আওয়ামী লীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১০

ডেস্ক নিউজ: চৌদ্দগ্রাম বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার (৬ জুন) সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের কারণে যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়। সূত্র: বাংলা ট্রিবিউন

সরেজমিনে দেখা যায়, চৌদ্দগ্রাম বাজারের মহাসড়কে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। 

এর আগে এদিন সকাল ৯টায় উপজেলা সদরে বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক অনুসারী এবং চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সূত্র: জাগো নিউজ

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা যায়, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। মুজিবুল হক এমপির পক্ষের নেতাকর্মীদের নিয়ে সভা করার কথা ছিল মঙ্গলবার। 

এদিকে একইদিন সকালে সমাবেশ করার কথা ছিল চৌদ্দগ্রাম সাবেক পৌর মেয়র মিজানুর রহমান ও শ্রীপুরের ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের। সকালে মিজানুর রহমানের সমর্থকরা সমাবেশ শুরুর আগে সড়কে অবস্থান নেয় মুজিবুল হকের কর্মী সমর্থকরা। এসময় মেয়রের বিক্ষুব্ধ সমর্থকরা মুজিবুল হকের সভামঞ্চ ভাঙচুর করে।

মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ লোকমান হোসেন বলেন, চৌদ্দগ্রাম বাজারে যানজট ছিল। এখন স্বাভাবিক হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

জেএ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়