শিরোনাম
◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে ◈ পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি ◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা ◈ কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে ভারত-পা‌কিস্তা‌নের যুদ্ধ ঠেকালো ◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৩:০৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলছাত্র আশিক হত্যার ঘটনায় ৫ জনের ফাসিঁর আদেশ

কবি দেলোয়ার, হোমনা(কুমিল্লা): কুমিল্লার হোমনায় স্কুল ছাত্র আশিক হত্যার ঘটনায় ৫ জনকে ফাসিঁর আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া দুইজনকে সাত বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এক জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রোববার(০৪ জুন) কুমিল্লার আতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা জেলার হোমনা উপজেলার আছাদপুর গ্রামের মো. সুজন মিয়া(২৫) আল আমিন(৩০) সোহেল মিয়া(২৫) মো. শাহিন মিয়া(২৭) ও মো. সোহাগ মিয়া(২৮)। এদের প্রত্যেককে কে ৩০ হাজার অর্থদন্ত করা হয়েছে। এ ছাড়া সাজা প্রাপ্ত আসামিরা হলেন আকিমুল হক মধু ও আবদুর রহমান। মো. সোহেলকে বেকসর খালাস দেয়া হয়েছে।

এ দিকে রায়ের সময় ফাসিঁর দন্তপ্রাপ্ত আসামী সোহেল মিয়া, সাজাপ্রাপ্ত আসামী আকিমুল হক মধু,আব্দুর রহমান ও খালাস প্রাপ মো. সোহেল আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক ছিল।

মামলার বাদী পক্ষের আইনজীবি মো.রফিকুল ইসলাম জানান, ২০১২ সালে ৫ নং আছাদপুর ইউনিয়নের আছাদপুর গ্রামের মো. হারুন ভুইয়ার ছেলে আছাদপুর হাজী সিরাজ-দৌল্লা ফারুকী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আশিককে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে জবাই করে হত্যা করা হয়।

মামলার বাদী নিহত আশিকের বাবা মো. হারুন ভুইয়া রায়ে সন্তোষ প্রকাশ করে মুঠো ফোনে জানান উচ্চ আদালতে ও যেন এ রায় বহাল থাকে পাশা পাশি রায় যেন দ্রুত কার্যকর করা হয় সেই আশা করছি।

কুমিল্লার আদালত পরিদশর্ক মো. মুজিবুর রহমান জানান, আসামিদের কারাগারে প্রেরণ করা হয়। সম্পাদনা: জেরিন

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়