ইব্রাহীম খলিল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র শিব সংকর দাস, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, অ্যাডভোকেট সুজিত কুমার দেবসহ আরো অনেকে।
এ সময় স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হবে।
প্রতিনিধি/একে