শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৩:০৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি নেই, হালদা নদীতে ডিম ছাড়েনি মা-মাছ

মোহাম্মদ হোসেন, হাটহাজারী (চট্টগ্রাম): তাপমাত্রা দিন দিন বাড়ছে, দেখা নেই বৃষ্টির। জোয়ারে সাগরের লবণাক্ত পানি প্রবেশ করছে নদীতে। অব্যাহত তীব্র দাবদাহে হুমকির মুখে পড়েছে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী। প্রজনন মৌসুমেও অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় হালদায় ডিম ছাড়েনি কার্পজাতীয় মা-মাছ।

গত এপ্রিল/মে মাস থেকে বৃষ্টি অপেক্ষায় হালদার নদীতে নৌকা নিয়ে দিন কাটছেন ডিম সংগ্রহকারীদের। প্রতি বছর বৃষ্টি আর পাহাড়ী ঢল দেখা দিলে ডিম ছাড়ে মা মাছ। নদীতে প্রচুর মা-মাছ দৌড়াদৌড়ি করছেন বলে জানান নদীর পাড়ের বসবাসকারীরা। এ দিকে মা-মাছ রক্ষার্থে নদীতে মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা প্রশাসন।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া সাথে কথা হলে তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ে শিকার হালদা নদী, পানির উষ্ণতা স্বাভাবিকের চাইতে অনেক বেশি। বৃষ্টি না থাকায় কাপ্তাই হ্রদ পানি সঙ্কট দেখা দিয়েছে। যার কারণে হালদা নদীতে বাড়ছে লবণাক্ততাও।  দুই এক দিনের মধ্যে যদি বৃষ্টি দেখা দেয় তাহলে এ সংকট কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাত দরকার। তাহলেই কেবল মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ তৈরি হবে।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলম বলেন, হ্যাচারী গুলো প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজনীয় অর্থ এবং সিসি ক্যামেরা দ্বারা হ্যাচারী গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। হালদা পাড়ে গ্রাম পুলিশের সমন্বয়ে টিম গঠন করে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এই টিমকে সহায়তা করার জন্য তিনি নদী পাড়ের সবাইকে সহযোগিতা করতে অনুরোধ করেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়