শিরোনাম
◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে ◈ পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি ◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা ◈ কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে ভারত-পা‌কিস্তা‌নের যুদ্ধ ঠেকালো ◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ১২:৩১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৩, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে কলেজছাত্রীকে রাস্তা থেকে অপহরণের অভিযোগ 

কিবরিয়া চৌধুরী: হবিগঞ্জের ধুলিয়াখাল-মিরপুর রোড এলাকা থেকে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ মে দুপুরে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওই কলেজ ছাত্রীর পিতা দুলু শুল্ক দাশ ৪ জনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন। আসামীরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের যাদবপুর (সুঘর) গ্রামের ময়না মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২৩) ও মেয়ে খাইরুন্নেছা (৪৫), মৃত লতিব মিয়ার ছেলে ময়না মিয়া (৫৩) ও তোতা মিয়া (৪০)।

অভিযোগে বলা হয়, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের যাদবপুর (সুঘর) এলাকার দুলু শুল্ক দাশের মেয়ে ও হবিগঞ্জ কবির কলিজিয়েট একাডেমীর একাদশ শ্রেণীর ছাত্রীকে প্রায়ই দিনই উত্যক্ত ও প্রেম নিবেদন করে আসছিল একই গ্রামের ময়না মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া।

বিষয়টি ওই ছাত্রী তার পিতাকে জানালে তিনি ময়না মিয়ার কাছে নালিশ করেন। এতে উজ্জ্বল মিয়া ও অন্যান্য আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার মেয়েকে আরো উত্যক্ত করে। এক পর্যায়ে আসামীরা তার মেয়েকে অপহরণ করবে বলে হুমকি দেয়। গত ২৪ মে সকাল সাড়ে ৮ টায় তার মেয়ে ভাড়াটিয়া বাসা থেকে গ্রামের বাড়ি যাদবপুর (সুঘরে) বেড়াতে যায়। দুপুরে সে গ্রামের বাড়ি থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সে ধুলিয়াখাল-মিরপুর রোডের তেলিখালের ব্রীজ মুখ রাস্তায় পৌছা মাত্রই আসামীরা সিএনজি নিয়ে উৎপেতে থেকে তার গতিরোধ করে।

এ সময় উজ্জ্বল মিয়া জোরপুর্বক তার মেয়েকে টেনে হেচড়ে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়