শিরোনাম
◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ লোকসভায় বিরোধী দলীয় এমপিকে মোল্লা আতঙ্কবাদী বলে বিজেপি এমপির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৭:০০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৩, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রত্যেককে ৩০হাজার টাকা জরিমানা 

রামগড়ে এক পরিবারের সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড

এমদাদ খান, রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির জেলার রামগড়ে নুরুল হক ওরফে হকি কোম্পানি হত্যায় বাবা-ছেলেসহ এক পরিবারের সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

২৯শে মে সোমবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। 

রায়ের সময় মো. রাসেল নামে একজন পলাতক থাকলেও মামলার প্রধান আসামি লালছড়ির মিজানুর রহমানসহ তার ছয় ছেলে আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, মো. হারুন, মো. রাসেল ও নুরুল আবছার আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে পিপি বিধান কানুনগো বলেন, দণ্ডিতদের সঙ্গে নুরুল হক ওরফে হকি কোম্পানির জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় মিজানুর ও তার ছয় ছেলে।

এরপর স্থানীয়রা নুরুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরুন্নবী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছর ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেয়। 

আইনজীবী বলেন, এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরুন্নবী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছর ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেয়। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়