শিরোনাম
◈ ভিসা নিষেধাজ্ঞার তালিকাটা খুব বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ১২:০০ রাত
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অগণতান্ত্রিক সরকারের পতন হবে’: মোয়াজ্জেম হোসেন

কিবরিয়া চৌধুরী: পাবনায় রাষ্ট্রপতি যে ঝড় তুলেছেন সেই ঝড় এখন হবিগঞ্জসহ সারাদেশে তুলছে বিএনপি। এই ঝড়ে সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। অচিরেই এই অগণতান্ত্রিক সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 

শনিবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে ১০ দফা দাবীতে জেলা বিএনপি’র জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, হামলা মামলা করে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। দেশের মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দিশেহারা। তাই দেশের সাধারণ জনগণ এই ফ্যাসিস্ট সরকারকে আর দেখতে চায় না। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাকাওয়াত হোসেন জীবন ও কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ। 

এর পূর্বে দুপুর থেকেই শহরের শায়েস্তানগর পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৩টার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিএনপির কার্যালয়সহ পুরো শায়েস্তানগর এলাকা। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়