শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাংসের বাজারে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা 

অভিযান পরিচালনার সময়

হারুন-অর-রশীদ, ফরিদপুর: রমজানে মাংসের দাম সহনীয় রাখতে ফরিদপুরে মুরগী ও মাংসের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

মঙ্গলবার সকালে ফরিদপুরের ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ অভিযানের বিষয়টি জানান। 

সোমবার (২৭ মার্চ) ফরিদপুর শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারে ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগীর পাইকারি বিক্রেতা মেসার্স জেরিন এন্টারপ্রাইজকে ৪০০০ টাকা এবং গরুর মাংসের বিক্রেতা ইদ্রিসের মাংসের দোকানকে ১০০০ টাকাসহ মোট ৫০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বেশকিছু দোকানে সচেতনতামূলক তদারকি করা হয়।

অভিযানে ফরিদপুরের কৃষি বিপণন অধিদপ্তর সিনিয়র বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়