শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৯:০৮ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না: হানিফ 

অনুষ্ঠানে হানিফ

ফয়সাল চৌধুরী: কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, কুষ্টিয়ায় গত এক থেকে দেড় বছর ধরে প্রশাসনের মধ্যে একটা  মারাত্মক শৈথিল্য দেখছি। প্রশাসন সঠিকভাবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারছে না বা করছে না।  যার ফলে কিন্তু মাদকের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এটা আমার কাছে তথ্য আছে। এ কারণে আমি গোটা প্রশাসনকে চেঞ্জ (পরিবর্তন) করার কথা বলেছি।’

বুধবার কুষ্টিয়া শহরে হাউজিং এ অবস্থিত এডুকেয়ার স্কুল এন্ড কলেজের মিলনায়তনে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ নামে একটি সংগঠনের প্রবীণ বন্ধু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব মন্তব্য করেন।

মাহবুবউল আলম হানিফ আরও বলেন, প্রশাসন যদি সক্রিয় হয়, তাহলে অবশ্যই চুরি-ছিনতাই, মাদক সবই বন্ধ হবে। ‘আমার দুর্ভাগ্য, আমি এখানে প্রশাসনকে এত সাপোর্ট দেওয়ার পরও সেই প্রশাসন নির্জীব টাইপের হয়ে যাচ্ছে। এটার ব্যবস্থা হচ্ছে। আমি আশা করি, তিন-চার মাসের মধ্যে এর সুফল পাবেন।’ 

সমাবেশে উপস্থিত কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনকে দেখিয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘যদিও এখানে (সমাবেশে উপস্থিত ছিলেন) ওসি সাহেব আছেন। তিনি ভালো ও অত্যান্ত সৎ, ভদ্র মানুষ আমি যতদূর জানি। পরহেজগার মানুষ। তিনি ভালো কাজ করতে চান। তিনি সবসময় ভালো কাজ করবেন সেটাই চাই কিন্তু কেন পারেন না, তা তিনিই ভালো জানেন।’ ছিনতাই বা ‘কিশোর গ্যাং শব্দটা আজ থেকে যেন না শুনি। আজ থেকেই অ্যাকশন শুরু হবে। যারা কিশোর গ্যাংয়ে আছে, বখাটেপনা করে, তাদের সোজা ধরে লকআপে (হাজতে) ঢোকাতে হবে। কারও সুপারিশ এখানে প্রয়োজন নেই। আর যে সুপারিশ করতে আসবে, তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে।  (কিশোর গ্যাং) বন্ধ হবে না, তা হতে পারে না।’

বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কুষ্টিয়ার সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ডা. সেলিম তোহা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী  ফারুকুজ্জামান, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ মোজাম্মেল হক। এই সমাবেশে প্রায় দুই শতাধিক প্রবীণ নারী-পুরুষ অংশ নেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়