শিরোনাম
◈ ভারতের কর্ণাটকে শিক্ষা ও চাকরিতে মুসলমানদের কোটা বাতিল ◈ কালরাত স্মরণে এক মিনিটের ‘ব্ল্যাক আউটে’ বাংলাদেশ ◈ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও তাঁর মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ◈ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ২৩ জনের মৃত্যু ◈ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ◈ বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা ◈ আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চের গণহত্যা হয়েছিল: মির্জা ফখরুল ◈ দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি ◈ নারী অধিকার কর্মীদের প্রতি ‘কোমল’ মনোভাব দেখানোর জন্যে ১০ বিচারপতিকে মৃত্যুদণ্ড সৌদি সরকারের ◈ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় চুরির অভিযোগে স্কুল ছাত্রকে নির্যাতন

স্কুল ছাত্র

ফরিদ আহমেদ, ময়না (সাতক্ষীরা): এক হাজার টাকা চুরির অভিযোগে বাড়ী থেকে ডেকে নিয়ে সাতক্ষীরার তালার তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র কে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি বৃহস্পতিবার রাতে তালা উপজেলার কলাপোতা এলাকার জাকির হোসেনের মৎস্য ঘেরে ঘটে। আহত শিশু সুরাইমান বিল্লাল (১৫) লাউতাড়া গ্রামের মান্নান গাজীর ছেলে। সে বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

জানা যায়, তার একবন্ধুর সাথে গত ২ দিন আগে পার্শ্ববর্তী জাকির বিশ্বাসের কলিনদা বিলের মৎস্য ঘেরে বেড়াতে যায়। এর দুদিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় জাকির হোসেনের ঘের কর্মচারী সোহেল সহ কয়েকজন তাকে বাড়ী থেকে ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে ঘেরে নিয়ে এক হাজার টাকা চুরির অপবাদে হাত-পা বেঁধে মারপিট করে। 

শিশুর দাদা হোসেন গাজী জানান, সংবাদ পেয়ে ঘেরে পৌছে দেখি ঘের মালিক জাকির, কর্মচারী সোহেল, জয়দেব সহ কয়েকজন তখনো বিল্লালকে বেদম মারপিট করছে। এ সময় আমরা তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসি।

স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন সরদার জানান, ঘটনাটি শুনেছি, রাতের অন্ধকাওে বাড়ী থেকে ডেকে নিয়ে একটি শিশুকে নির্যাতন করা খুবই দুঃখজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

এ ঘটনায় আজ সন্ধ্যায় তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরি রেজাউল করিম জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়