শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ অধিদপ্তরের অভিযানে

ধামরাইয়ে ইটভাটায় ৫৪ লাখ টাকা অর্থদন্ড

ইটভাটা

আদনান হোসেন, ধামরাই (ঢাকা): আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে পরিবেশ অধিদফতরের অভিযান চলে। এসব ইটভাটায় ছাড়পত্র না থাকায় অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে অভিযান চালানো হয়। ১০টি ইটভাঁটার মালিককে ৫৪ লাখ টাকা আর্থিক জরিমানাসহ ইটভাটা ভেঙে ও পানি দিয়ে বাটার চুলা নিভিয়ে দেয়া হয়। এই অভিযান পরিচালনার নেতৃত্ব দেয় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

এ সময় ৫ লাখ টাকা করে বিবিসি ব্রিকস্, পিবিসি ব্রিকস্, ডিবিসি ব্রিকস্, ইমন ব্রিকস্,ফোর স্টার ব্রিকস্, নুর ব্রিকস্ ও ৬ লাখ টাকা করে এন এ এম ব্রিকস্, হালাল ব্রিকস্, আইএনসি ব্রিকস্, স্টার ব্রিকস্ আর্থিক জরিমানা করা হয়।

উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকীব, পরিদর্শক প্রতীক ইসলাম, ক্যাশিয়ার উজ্জল বরুয়া, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম কাজী তামজীদ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় ইট পোড়ানো হচ্ছিল। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা জেলা প্রশাসনের কোনো অনুমতি নেই। তিনি বলেন, ইটভাটা উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া, এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়