শিরোনাম
◈ গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের ◈ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ সচল ১৬ স্থলবন্দরে ১ কোটি ৫২ লাখ টন পণ্য আমদানি, ৮ বন্দর নিষ্ক্রিয় ◈ ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ ১২ নির্দেশনা মানতে হবে সেন্টমার্টিন দ্বীপে যেতে  ◈ সরকারের দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলাতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ ◈ এএফ‌সি কা‌পের বাছাই‌য়ে ভারতের বিরু‌দ্ধে খেলার আ‌গে আফগানিস্তানের স‌ঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ ট্রফির দরকার হ‌লে পু‌রো দল দুবাই এসে নিয়ে যাও, ভারতের মেইলের জবাবে এ‌সি‌সি প্রধান মহ‌সিন নাকভি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ অধিদপ্তরের অভিযানে

ধামরাইয়ে ইটভাটায় ৫৪ লাখ টাকা অর্থদন্ড

ইটভাটা

আদনান হোসেন, ধামরাই (ঢাকা): আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে পরিবেশ অধিদফতরের অভিযান চলে। এসব ইটভাটায় ছাড়পত্র না থাকায় অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে অভিযান চালানো হয়। ১০টি ইটভাঁটার মালিককে ৫৪ লাখ টাকা আর্থিক জরিমানাসহ ইটভাটা ভেঙে ও পানি দিয়ে বাটার চুলা নিভিয়ে দেয়া হয়। এই অভিযান পরিচালনার নেতৃত্ব দেয় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

এ সময় ৫ লাখ টাকা করে বিবিসি ব্রিকস্, পিবিসি ব্রিকস্, ডিবিসি ব্রিকস্, ইমন ব্রিকস্,ফোর স্টার ব্রিকস্, নুর ব্রিকস্ ও ৬ লাখ টাকা করে এন এ এম ব্রিকস্, হালাল ব্রিকস্, আইএনসি ব্রিকস্, স্টার ব্রিকস্ আর্থিক জরিমানা করা হয়।

উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকীব, পরিদর্শক প্রতীক ইসলাম, ক্যাশিয়ার উজ্জল বরুয়া, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম কাজী তামজীদ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় ইট পোড়ানো হচ্ছিল। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা জেলা প্রশাসনের কোনো অনুমতি নেই। তিনি বলেন, ইটভাটা উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া, এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়