শিরোনাম
◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও)

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ১২:০১ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ১২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া

ফয়সাল চৌধুরী: কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে চার টার দিকে উপজেলার তারাগুনিয়া বাজারে এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সংঘর্ষে এলাকার আতংক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলা ছাত্রদল তারাগুনিয়া খামারবাড়ীতে ছাত্রদলের কর্মী সমাবেশ আয়োজন করে। দৌলতপুর উপজেলা ছাত্রদল সমাবেশে যোগদান করার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে সংগঠনটির নেতাকর্মীরা তারাগুনিয়া বাজারে এলাকায় জড়ো হতে থাকে। ওই সময় ছাত্রদল নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দিলে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা বাধা দেয়। 

এ সময় আওয়ামী লীগ কর্মী ও ছাত্রদল কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ছাত্রদল কর্মী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। এতে একজন ছাত্রদল কর্মী আহত হয়। খবরটি ছড়িয়ে পড়লে সমাবেশস্থলে থাকা ছাত্রদল কর্মীরা গিয়ে আওয়ামী লীগ কর্মীদের উপর হামলা চালায়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টে দেওয়া শুরু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমান জানান, তারাগুনিয়া  থানার মোড়ের দিকে বিএনপি কর্মসূচি ছিল। এ সময় অশ্লীল ভাষায় ব্যবহার করে মিছিল নিয়ে যাচ্ছিল বিএনপি কর্মী সমর্থকরা। এ সময় বাজারে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থকরা তার প্রতিবাদ করলে গন্ডগোল শুরু হয়। ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে তিনজন আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন।

কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি রেজা আহমেমদ বাচ্চু মোল্লা বলেন, ছাত্রদলের কর্মী সমাবেশে অংশগ্রহণ করতে আসা কয়েকজন ছাত্র কর্মীর উপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা লাঠি দিয়ে পিটিয়ে জিহাদ নামে এক ছাত্রদল কর্মীর হাত ভেঙে দেয় এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। মূলত ছাত্রদলের কর্মী সমাবেশ পন্ড করার জন্য পরিকল্পিতভাবে তারা হামলা চালিয়েছে। এতে চার জন ছাত্রদল কর্মী আহত হয়েছে।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, কোন সংঘর্ষ হয়নি। তবে দুই পক্ষের মধ্যেও কিছুটা উত্তেজনা বিরাজ করেছিল পুলিশ সেখানে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

এফসি/এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়