শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোচিত স্বপন হত্যায় একজনের মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন  

মোশতাক আহমেদ : নারায়ণগঞ্জ আলোচিত স্বপন কুমার সাহা ওরফে সাইদুর ইসলাম স্বপন হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও অপর  এক আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দুই জনকে ৫০ হাজার করে জরিমানা করা হয়েছে। এবং এ মামলার আরেক আসামী আব্দুল্লাহ আল মামুন মোল্লাকে খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মৃত্যুদন্ডপ্রাপ্ত পিন্টু দেবনাথ, যাবজ্জীবন রত্মা রানী চক্রবর্তী। এছাড়াও ওই মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক উম্মে সরাবান তহুরা এ রায় দেন। 

অতিরিক্ত পিপি মাকসুদা আহম্মেদ জানান, নিহত স্বপন কুমার সাহা প্রথম হিন্দু ছিলেন পরে তিনি ইসলাম গ্রহণ করে সাইদুর ইসলাম স্বপন হন। ২০১৬ সালের ১৬ অক্টোবর থেকে ২০১৮ সালের ৯ জুলাই মধ্যে কোন এক সময় তাকে হত্যা করা হয়। 

২০১৮ সালে ১৬ জুলাই থানা মামলা দায়ের করা পর পিন্টু দেবনাথ, রত্মা রানী চক্রবর্তী ও আব্দুল্লাহ আল মামুন মোল্লা গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, পুলিশে তদন্ত ও স্বাক্ষী প্রমাণে পিন্টু দেবনাথকে মৃত্যুদণ্ড ও রত্মা রানীকে যাবজ্জীবন রায় দেয়া হয়। অপর আসামী আব্দুল্লাহ আল মামুনকে খালাস দেয়া হয়েছে।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়