শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ১০:৩৮ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নামাজ পড়া অবস্থায় যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

নিউজ ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলায় নামাজ পড়া অবস্থায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা করার ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কলিগ্রাম জামে মসজিদে মাগরিবের নামাজ পড়া অবস্থায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (৭ অক্টোবর) মনিরুল ইসলাম জমজম (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

হামলার শিকার যুবকের নাম আবু ফজল সিদ্দিক তাপস (৩৭)। তিনি উপজেলার উত্তর কলিগ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ছেলে। তাপস অগ্রণী ব্যাংকের বাজুবাঘা শাখার কর্মচারী।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কলিগ্রাম জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন আবু ফজল। ইমামের পেছনে ফরজ নামাজ পড়া অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়। অভিযুক্ত মনিরুল ইসলাম মসজিদের ভেতরে প্রবেশ করে তাকে পেছন থেকে ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যান।

চাকুর আঘাতে আবু ফজলের বাম হাতে জখম হয়। মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তার অবস্থা বেগতিক হওয়ায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় রাতেই আহত ব্যক্তির ভাই আবু বাশার বাদী হয়ে মনিরুল ইসলাম জমজমের বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার ভোরে গ্রামের একটি আমবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জাগো নিউজ

এএস/এএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়