শিরোনাম
◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৪ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরফ্যাশনে একসঙ্গে তিন সন্তানের জম্ম দিলেন প্রসূতি

চরফ্যাশনে একসঙ্গে তিন সন্তানের জম্ম

মামুন হোসাইন, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনে একসঙ্গে তিন সন্তান প্রসব করলেন রেশমা বেগম নামের এক নারী। বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রাইভেট ক্লিনিক ফাষ্ট কেয়ার মেডিকেল সার্ভিসেস সেন্টারের চিকিৎসক দেবশ্রী পালের তত্ত্বাবধানে অস্ত্রোপাচারের মাধ্যেমে দুই মেয়ে ও এক ছেলে সন্তানের প্রসব করেন তিনি। চিকিৎসক জানিয়েছেন মা ও তিন নবজাতক সম্পূর্ন সুস্থ রয়েছেন।

ক্লিনিক সূত্রে জানাযায়,এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাজ মেস্তুরী মান্নানের গর্ভবতী স্ত্রী রেশমা বেগমকে বুধবার প্রাইভেট ক্লিনিক ফাষ্ট কেয়ার মেডিকেল সার্ভিসেস সেন্টারে ভর্তি করান। আল্ট্রসোনোগ্রামের মাধ্যমে ওই নারী গর্ভে তিন সন্তান রয়েছে দেখতে পান। দিনভর নরমাল ডেলিভারীর করানোর চেষ্টার পর সন্ধ্যায় অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। অস্ত্রোপাচারের সময় একের পর এক নবজাতক সন্তান দেখে বিম্মিত হন চিকিৎসক ও নার্সরা। সফল  অস্ত্রোপাচারের পর মধ্যেমে নারীর গর্ভ থেকে সুস্থ ও সবল তিনজন নবজাতক বের করেন তারা।

গৃহবধূর শ্বশুর জানান, আমার পুত্রের ঘরে এক সঙ্গে ৩ নবজাতক দিয়েছেন আল্লাহ এতে আমরা অনেক খুশি এবং মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি। 

চিকিৎসক ডাঃ দেবশ্রী পাল জানান, অস্ত্রোপাচারের মাধ্যেমে গৃহবধূর তিন সন্তান প্রসব হয়। প্রসবের পর তিন নবজাতক সম্পূর্ণ সুস্থ আছেন। তিন নবজাতকই নিবির পরিচর্যায় রয়েছেন। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়