শিরোনাম
◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি ◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় আ.লীগ নেতার পদত্যাগ, শতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগদান

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘটনা ঘটেছে। উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে শতাধিক নেতাকর্মীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়া বাজারে বিএনপির নির্বাচনী অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

পদত্যাগকারী নেতা হলেন মজিবুর রহমান। তিনি সালথা উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, “আমি আজ থেকে আওয়ামী লীগের সকল পদ ও কর্মকাণ্ড থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি। ভবিষ্যতে দলটির কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির পথচলা শুরু করলাম।”

মজিবুর রহমান আরও বলেন, তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন চাপ ও প্রতিকূল পরিস্থিতির কারণে তিনি আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য হন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি আবারও বিএনপির আদর্শে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি দলটিতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমানের সঙ্গে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন বলে জানানো হয়। এতে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, গট্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সোবহান মোল্লা, বিএনপি নেতা পাভেল রায়হান, গট্টি ইউনিয়ন কৃষকদলের সভাপতি তৌহিদ খান, বিএনপি নেতা ওহাব খান, সেকেন মোল্লা, রোকন মাতুব্বর, সাইফুল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

স্থানীয় বিএনপি নেতারা জানান, এই যোগদানের মাধ্যমে গট্টি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়