শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষাসফরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, জীবননগরে শিক্ষক আলম বরখাস্ত

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের হাজী মনির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে। 

শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে বগুড়ার একটি শিক্ষাসফরে যান শিক্ষকরা। সফরকালে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ‘ভূতের ঘর’ দেখানোর কথা বলে আলাদা স্থানে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক।

ভুক্তভোগী ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয় বলে জানা গেছে। তবে অভিযোগ রয়েছে, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে প্রধান শিক্ষক ছাত্রীটির বাড়িতে গিয়ে আর কোনো পদক্ষেপ না নেওয়ার অনুরোধ করেন।

এদিকে অভিযুক্ত শিক্ষক কোনো লিখিত ছুটি ছাড়াই বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, শিক্ষক আলমের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল এবং বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে একাধিকবার সতর্ক করেছে।

অভিযোগের বিষয়ে শিক্ষক আলম বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, মৌখিকভাবে ছুটি নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন এবং বিষয়টি প্রধান শিক্ষক জানতেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “বিষয়টি বিদ্যালয়ের মান-সম্মানের সঙ্গে জড়িত। আমরা অভ্যন্তরীণভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি এবং শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার জানান, এখনো লিখিতভাবে কোনো অভিযোগ তাদের কাছে পৌঁছায়নি। তবে বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়