শিরোনাম
◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচ‌নে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না?  ◈ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিতাসে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার

হোসাইন মোহাম্মদ দিদার: কুমিল্লার তিতাস উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বলরামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় তিতাস উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল খায়ের ভূইয়া (টিপু) ও ০১নং যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তিতাস উপজেলা শাখা (কুমিল্লা উত্তরের)দলীয় প্যাডে স্বাক্ষরিত আদেশে বলরামপুর ইউনিয়ন যুবদল শাখার যুগ্ম আহ্বায়ক এ কে এম শামীম ও কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হাবিব সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাদের দুই জনকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, বলরামপুর ইউনিয়ন যুবদল শাখার যুগ্ম আহ্বায়ক এ কে এম শামীম ও কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হাবিব সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়ে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

লিখিত আদেশে আরো বলা হয়, এ কে এম শামীম ও মোঃ হাবিব সরকারকে যুবদলের সাধারণ সদস্য পদসহ সকল পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, তারা দুইজন দীর্ঘদিন ধরে দলের পক্ষে অবস্থান না নিয়ে দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এ বিষয়ে তিতাস উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল খায়ের ভূইয়া (টিপু) ও ০১নং যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার বলেন বহিষ্কার সংক্রান্ত আদেশের অনুলিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।তারা আরো বলেন,দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শক্তি সুসংহত রাখতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়