শিরোনাম
◈ টি-টোয়েন্টির বিধ্বংসী ওপেনার আমিরা‌তের ওয়া‌সিম‌কে দলে নি‌লো রাজশাহী ওয়া‌রিয়র্স ◈ ৪৪ গোল কর‌লেই হাজারের মাইলফলক, তার প‌রেই মাঠ ছাড়‌বেন রোনালদো  ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আজ জকসু নির্বাচন ◈ খালেদা জিয়ার জীবনাবসান: তিনবারের প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের ইতি ◈ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল খালেদা জিয়ার জানাজা: সালাহউদ্দিন আহমেদ ◈ চাপ, ষড়যন্ত্র ও আন্দোলনের মধ্যেও আপসহীন খালেদা জিয়া ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৫ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিঠা বিক্রেতা দম্পতির নামে আয়কর রিটার্নের চিঠি, রহস্য কী? (ভিডিও)

অভাবের সংসারে ফুটপাতে পিঠা বিক্রি করেন গৃহবধূ তন্নী আক্তার (৩০)। তাঁকে আয়কর রিটার্ন দাখিলের নির্দেশ দিয়েছে বরিশাল কর অঞ্চল অফিস। ১০ ডিসেম্বর দেওয়া নোটিশে তন্নীকে পরবর্তী ২২ দিনের মধ্যে কর অঞ্চল অফিসে যোগাযোগ করতে বলা হয়। তন্নী বরিশালের কাশীপুর চৌমাথার গণপাড়া গ্রামের বাসিন্দা। 

সরেজমিন দেখা গেছে, গৃহবধূ তন্নী চৌমাথা বাজারে প্রতিদিন বিকেলে ফুটপাতে চিতই পিঠা বিক্রি করেন। পাশে বসে তাঁর মা বিক্রি করেন ভাপা পিঠা। তন্নীর স্বামী সুমন হাওলাদার একই বাজারে ভ্যানগাড়িতে স্বল্পমূল্যের পোশাক বিক্রির ব্যবসা করেন। পাশেই তাদের ঝুপড়ি ঘর। 

সুমন জানান, চলতি মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে তাঁর স্ত্রীকে স্থানীয় ডাক অফিস থেকে ফোন দিয়ে জানানো হয়, তাঁর একটি চিঠি আছে। তিনি গিয়ে স্ত্রীর চিঠিটি সংগ্রহ করেন। বাড়ি ফিরে এক কাকিকে দিয়ে চিঠি পড়ানো হয়। এতে তাদের মাথায় বজ্রপাতের মতো অবস্থা। তাদের আয়কর রিটার্ন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আয়কর রিটার্ন শব্দগুলোর সঙ্গেই তারা পরিচিত ছিলেন না। 

বরিশাল সার্কেল-১৪-এর সহকারী কর কমিশনার সালমা জাহান আঁখি স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, করদাতা হিসেবে তন্নীকে ৩০/০৬/২০২৪ তারিখ সমাপ্ত বর্ষের রিটার্ন দাখিল করতে হবে। নোটিশ অনুসারে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে কর আইন অনুযায়ী কর আরোপ ও দণ্ড আরোপের বিধান রয়েছে বলেও সতর্ক করা হয়। 

তন্নী বলেন, প্রতিদিন পিঠা বিক্রি হয় ৭০০ থেকে ৮০০ টাকার। একটা সাপ্তাহিক ও একটা মাসিক কিস্তি দিই। কর কী জিনিস– এটাই জানি না। দোকানি জাকির মাতুব্বর বলেন, ‘ওরা দিন আনে দিন খায়।’ 

সহকারী কর কমিশনার সালমা জাহান আঁখি বলেন, কারও জাতীয় পরিচয়পত্র দিয়ে ই-টিআইএন খোলা হলে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দেওয়া বাধ্যতামূলক। তন্নীর জাতীয় পরিচয়পত্রে ই-টিআইএন আছে বিধায় তাঁকে নোটিশ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়