শিরোনাম
◈ বিমানবন্দর থেকে পূর্বাচলে পথে তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে: নাসির উদ্দিন

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন, ওসমান হাদিকে হয়তো তারা এই পৃথিবী থেকে বিদায়ী করেছে, কিন্তু ওসমান হাদির যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বপ্ন, সেই স্বপ্ন থেকে বাংলাদেশকে কখনোই বিচ্যুতি করা যাবে না। 

নাসির বলেন, ওসমান হাদির হত্যাকান্ডকে কেন্দ্র করে এক শ্রেণীর রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমে হামলা করেছে, বাংলাদেশকে অস্থিশীল করার চেষ্টা করেছে এবং নির্বাচন যেন না হয় সেই চেষ্টাও তারা করেছে। আমরা মনে করি গণমাধ্যমে হামলা করে কখনো কন্ঠরোধ করা যাবে না, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে ভূলুন্ঠিত করা যাবে না। গণমাধ্যমে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন ছাত্রদল সম্পাদক।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে সদর-সুবর্ণচর উপজেলা ছাত্রদল আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসক কথা বলেন।

ছাত্রদল সম্পাদক নাসির উদ্দিন আরো বলেন, ওসমান হাদি জীবিত থাকাকালীন সময়েও বাংলাদেশে কয়েকটি গণমাধ্যম হামলার শিকার হয়েছে, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার। তখনও কিন্তু ওসমান হাদি বলেছিলেন, গণমাধ্যমে হামলা করা কোন সমাধান নয় বরং সেই গণমাধ্যম যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি আপনার মতো করে আরো শক্তিশালী গণমাধ্যম তৈরী করেন।

তিনি বলেন, আপনারা দেখেছেন বাংলাদেশে এখন এক শ্রেণীর রাজনৈতিক কর্মীর উদয় হয়েছেন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আমরা মনে করি শুধু স্বরাষ্ট্র একাই ওই মন্ত্রণালয় চালান এমন নয়, এর বাহিরেও আরো ব্যক্তি রয়েছেন। আমরা দেখিছি সেই শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিরা ওই দুই ব্যক্তির পদত্যাগ চান না। সুতারাং আমরা মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যত ব্যক্তি রয়েছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতীয় কাজ কর্ম পরিচালনা করেন, কথিত রয়েছে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কাজ করে থাকেন, সকল দায়দায়িত্ব তিনিই নাকি পালন করেন। সুতারাং আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকেও অবশ্যই পদত্যাগ করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নাসির বলেন, আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে আমাদের প্রিয় নেতা তারেক রহমান পা রাখবেন। তাঁেক স্বাগত জানানোর জন্য অবশ্যই আপনারা ঢাকায় যাবেন। আমরা প্রিয় নেতাকে প্রাণবন্তভাবে বরণ করে নিব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা বিএনপি নেতা এনায়েত উল্যাহ বাবুল, নোয়াখালী জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, এনবিএস রাসেল, জিয়াউর রহমান রায়হান, মো. নাজমুল ইসলাম জিকু, নাবিল’সহ জেলা, কলেজ ও উপজেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচে সদর উপজেলা দল বনাম সুবর্ণচর উপজেলা দলের মধ্যকার খেলায় সুবর্ণচর উপজেলা দল জয়লাভ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়