শিরোনাম
◈ বিমানবন্দর থেকে পূর্বাচলে পথে তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানকে বরণ করতে লক্ষ্মীপুর থেকে ঢাকায় যাবে অর্ধ লক্ষাধিক নেতাকর্মী

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর আগামী (২৫ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে লক্ষ্মীপুরের ৫টি উপজেলা থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।

এ উপলক্ষে লক্ষ্মীপুর থেকে কয়েকশো মাইক্রোবাস ও বেশ কিছু বাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এছাড়া লঞ্চে করেও জেলার নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। জেলার নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে সকল প্রস্তুতি নিয়েছেন জেলা বিএনপি। ইতিমধ্যে জেলার ৫টি উপজেলা থেকে নেতাকর্মীদের ঢাকা যেতে দিকনির্দেশনা দিয়েছেন জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব। 

বিএনপি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের সাথে নিয়ে দেশ ছেড়ে ছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার আগমনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকেই লক্ষ্মীপুরের জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে দায়িত্বশীল নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। এতে জেলার প্রায় ৫০ হাজার লোক তাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য ঢাকায় যাবে। এছাড়াও ৫টি উপজেলার সবগুলো পৌরসভা ও ৫৮টি ইউনিয়নের নিজ নিজ এলাকা থেকে সুবিধাজনক সময়ে ঢাকার উদ্দেশ্যে নেতাকর্মীরা যাত্রা করবেন।

নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই দলের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে দেশবাসীর মধ্যে একধরনের উচ্ছ্বাস তৈরি হয়েছে। তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর বিষয়ে এরই মধ্যে লক্ষ্মীপুরের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা দিয়েছেন জেলার নেতারা। স্মরণকালের সেরা সংবর্ধনা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দল। জেলা-উপজেলা নেতৃত্ব থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কর্মীরাও এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করছেন।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের এই ক্ষণটিকে উদযাপন করতে চান লক্ষ্মীপুরের নেতাকর্মীরা। সবার মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় নেতাকে একনজর দেখার ইচ্ছা পুষে রেখেছেন অনেকেই। জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুসহ লক্ষ্মীপুরের সংসদীয় আসনে মনোনয়ন পাওয়াদের নির্দেশনায় নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার সকল প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। লক্ষ্মীপুর থেকে ৫০ হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে বরণ করতে ঢাকায় যাবেন বলে তিনি জানান। দলবদ্ধভাবে যাওয়ার পাশাপাশি ব্যক্তিগত গাড়ি বা ব্যবস্থাপনায়ও নেতাকর্মীরা ঢাকার পথ ধরবেন এক থেকে দুই দিন আগে।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বলেন, লক্ষ্মীপুর জেলার প্রতিটি ইউনিট ও ওয়ার্ড কমিটি থেকে শুরু করে জেলা কমিটি পর্যন্ত সর্বস্তরের কমিটির নেতাকর্মীরা ঢাকায় যেতে প্রস্তুতি নিচ্ছেন। দলীয় এবং স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে ইতিমধ্যে বাস হায়েস, নোহা কিংবা ট্রাক-পিকআপে করে নেতাকর্মীরা ঢাকা যাচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখতে মোটরসাইকেল চালিয়েও অনেকে ঢাকার পথে রওনা দিয়েছেন। আমাদের নেতার জন্য অপেক্ষায় আছে পুরো দেশবাসী। সেদিন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা সড়কে দুই পাশে সুশঙ্খলভাবে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবে। আমরা সেই প্রস্তুতির কাজ করছি। আশাকরি এই অভ্যর্থনায় লক্ষ্মীপুর থেকে অর্ধ লক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়