স্টাফ রিপোর্টার,কুমিল্লা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে কুমিল্লার লক্ষাধিক নেতাকর্মী যাচ্ছেন ঢাকার সমাবেশে। জেলার ১১টি সংসদীয় আসনের ১৭ উপজেলা থেকে এসব নেতাকর্মী তারেক রহমানকে বরণ করতে আসবেন। কুমিল্লা উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপির দায়িত্বশীল নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ওই প্রত্যাবর্তন অনুষ্ঠানে নেতাকর্মীদের আসা যাওয়া অংশগ্রহণ এবং অবস্থানের বিষয় নিয়ে জেলা এবং মহানগর পর্যায়ে প্রস্তুতি সভা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পর্যায়ে আলোচনা সভা করা হয়েছে। অপরদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলার প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যায় তারেক রহমানকে বাংলাদেশের স্বাগত জানিয়ে বিশাল শোভাযাত্রা করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ঢাকার অদূরের জেলা কুমিল্লা। এ জেলায় ১১টি সংসদীয় আসন রয়েছে। প্রতিটি আসনেই বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী। তাছাড়া প্রত্যাবর্তন অনুষ্ঠানস্থলে কুমিল্লা থেকে সহজেই অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। কুমিল্লা থেকে নেতাকর্মীরা মদনপুর হয়ে সোজা তিল ফিটে প্রবেশ করবে। তার অন্যান্য জেলার চাইতে কুমিল্লার বেশিরভাগ নেতাকর্মী ওই অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন বলে জানা গেছে। বিশেষ করে ঢাকার অদূরে দাউদকান্দি, মেঘনা, তিতাস, হোমনা, চান্দিনা দেবিদ্বার তথা কুমিল্লা উত্তর জেলার বেশিরভাগ নেতাকর্মী প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে পারে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে কুমিল্লার লক্ষাধিক নেতাকর্মী অংশ গ্রহনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকার কাছাকাছি হওয়ায় কুমিল্লা উত্তর জেলা থেকে তৃণমূলের বহু নেতাকর্মী প্রিয় নেতাকে দেখতে নিজ উদ্যোগেই অনুষ্ঠানে চলে যাবে। তাছাড়া আমরা প্রতিটি উপজেলা থেকে পৃথক পৃথক ভাবে বাস মাইক্রোবাসের ব্যবস্থা করছি। অর্থাৎ কুমিল্লা উত্তর জেলা থেকে ৪০-৪৫ হাজার কর্মী সমর্থক যোগ দিতে পারে। আমরা সে অনুযায়ী যাতায়াত এবং আপ্যায়নের ব্যবস্থা করছি।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ১০ হাজার কর্মী সমর্থক প্রিয় নেতার প্রত্যাবর্তন অনুষ্ঠানে যাবে। আমরা তাদেরকে যাতায়াত এবং আপ্যায়নের ব্যবস্থা করছি।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, কুমিল্লা উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং মহানগর মিলিয়ে লক্ষাধিক নেতাকর্মী এবং সমর্থক অনুষ্ঠানে যোগ দেবে। তাছাড়া ঢাকায় অবস্থানরত আমাদের বহু নেতাকর্মী সেখানে যোগ দেবেন। আমরা লক্ষাধিক কর্মী সমর্থকের যাতায়াত এবং আপ্যায়নের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।