শিরোনাম
◈ ভারতে ফের সীমান্ত হত্যাকান্ড: মেঘালয়ে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত ◈ নির্বাচন নিয়ে কৌশলী বিএনপি, তারেক রহমান দেশে আসার পর জোরেশোরে মাঠে নামার পরিকল্পনা ◈ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশু নিহত ◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে সাব-রেজিস্টার অফিসের পাশে হাত বাঁধা অজ্ঞাত যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার

চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় সাব-রেজিস্টার অফিসের পাশের রাস্তার ঢাল থেকে হাত বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদরপুর সাব-রেজিস্টার অফিস সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে এক নারী রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, “গত দুইদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন একটি মেয়েকে এই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছি। ধারণা করছি, উদ্ধার হওয়া মরদেহটি তারই হতে পারে।”

সদরপুর থানার সাব-ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, নিহত নারীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তার মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়