শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ জনের কারাদণ্ড

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবনের দায়ে পাঁচ মাদকসেবির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ রায় দেন। এদিন সন্ধ্যার পর থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে বিভিন্ন অংকে জরিমানাও করা হয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৌর এলাকার আবিরনগর গ্রামের মোরশেদ আলমের ছেলে মো. জিহাদকে (২২) ছয় মাসের কারাদণ্ড ও ৩৪০ টাকা জরিমানা৷  রাজিবপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মো. শফিক উল্যাহর (৫২) তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা। একই এলাকার মৃত আবু তাহেরের ছেলে নুর মোহাম্মদ টিপুর (৩৫) চার মাসের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা। মৃত আলী আহম্মদের ছেলে মো. আব্দুর রহিমের (৫০) তিন মাসের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা এবং মৃত নুরুল ইসলামের ছেলে মো. দুলাল হোসেনের (৩৬) সাতদিনের কারাদণ্ড ও এক হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়৷ 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, মাদকমুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে পৌরসভার সাহাপুর, উত্তর মজুপুর, রাজিবপুর, বাঞ্চানগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গাঁজা সেবনরত অবস্থায় পাঁচ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়