শিরোনাম
◈ শেষ হলো ৭ দিন সময়, জুলাই সনদ ও গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারলো না রাজনৈতিক দলগুলো ◈ লিভারপুল‌কে হা‌রি‌য়ে নি‌জেদের হাজারতম ম‌্যাচ স্মরণীয় ক‌রে রাখ‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি  ◈ আদানির বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার ◈ বার্সেলোনার দারুণ জয়, লেভান‌দোভ‌স্কির হ‌্যাট‌ট্রিক ◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ট্রাকচাপায় পোশাক শ্রমিক শুভ নিহত

মো: আদনান হোসেন, ধামরাই ঢাকা: ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানায় যাওয়ার পথে ট্রাকচাপায় নাহিদ হোসেন শুভ (২৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। 

সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত নাহিদ হোসেন শুভ ধামরাইয়ের স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার রৌহা এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের বড় ছেলে। প্রতিদিনের মতো সকালে অফিসে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের খানাখন্দ ও অপরিকল্পিতভাবে নির্মিত ডিভাইডারের কারণে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপথ বিভাগের অবহেলার কারণেই জনজীবন ঝুঁকিতে পড়েছে বলে তারা দাবি করেন।

নিহতের বন্ধু রাজিব জানান,“নাহিদ পরিবারের বড় ছেলে ছিল। বহুদিন ধরে চাকরি করে সংসার সামলাচ্ছিল। তার এমন মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকলে তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক শনাক্ত করে দ্রুত আটকের চেষ্টা চলছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়