ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার শিরোইল কলোনি থেকে ডাকাতির প্রস্তুতির মামলায় ৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৬ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
১২ অক্টোবর রাত ৮টা ৪০ মিনিটে র্যাব-৫ এর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ কাজল (৩৫), পিতা মোঃ জসিমউদ্দিন, সাং - আসাম কলোনি, রবের মোড়, থানা - চন্দ্রিমা, আরএমপি রাজশাহী।
র্যাব জানায়, গ্রেফতারি পরোয়ানা জারির পর আসামী দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিল এবং রাজশাহী মহানগরীতে গা ঢাকা দিয়ে অবস্থান করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ কাজল উক্ত মামলার বিষয়টি স্বীকার করেছে। পরে তাকে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণপূর্বক আরএমপি চন্দ্রিমা থানায় জিডির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।