সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। প্রায় প্রতিদিনই এই এলাকায় ঘটছে ছিনতাইয়ের ঘটনা। গলায় বা পেটে ছুরি ধরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত টমছমব্রিজ এলাকা ছিনতাইকারীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। বিশেষ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশ, টমছমব্রিজ মোড় এবং সংলগ্ন গলিগুলোতে রোগী ও স্বজনদের লক্ষ্য করে এই চক্র সক্রিয় থাকে।
রোগীদের অনেকে জানিয়েছেন, চিকিৎসা শেষে সন্ধ্যা বা রাতে বাড়ি ফেরার পথে অটোরিকশা থামিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। এমনকি শিশুদের ভয় দেখিয়ে টেনে নেওয়ার চেষ্টার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
সম্প্রতি এক শিক্ষার্থী জানান, তিনি সন্ধ্যায় প্রাইভেট কোচিং শেষে টমছমব্রিজ সেনা ক্যাম্পের সামনে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাকে ছুরি দেখিয়ে পাশের গলিতে নিয়ে যায়। সেখানে তারা তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেয় এবং ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেয়।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, টমছমব্রিজ নগরীর একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। পুলিশ টহল থাকলেও ছিনতাইকারীরা প্রতিদিনই বেপরোয়াভাবে অপরাধ চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত এ এলাকায় নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, “এ এলাকায় নিয়মিত পুলিশ টহল থাকে। কেউ অভিযোগ জানালে আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেই।”