শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে সাতগাঁও চা বাগানে মহাসড়কে ডাকাতির চেষ্টা, স্থানীয়দের সাহসিকতায় প্রতিহত

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে ডাকাতির চেষ্টা স্থানীয়দের সাহসিকতায় ব্যর্থ হয়েছে। রবিবার (১২ অক্টোবর ২০২৫) রাত প্রায় ১০টা ৫০ মিনিটে উপজেলার সাতগাঁও চা বাগান এলাকার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল ডাকাত মহাসড়কের উপর গাছ ফেলে চলন্ত যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ— সাতগাঁও হাইওয়ে থানার মাত্র ৩০০ থেকে ৪০০ মিটার দূরত্বে এ ঘটনা ঘটেছে। এত কাছাকাছি অবস্থানে থেকেও ডাকাতরা কীভাবে নির্বিঘ্নে গাছ কেটে সড়কে ফেলতে পারল, তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের টহল কার্যক্রম ও দায়িত্ব পালন নিয়ে।
খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কে ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ডাকাতদের শনাক্তে অভিযান চলছে।”

স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ওই মহাসড়কে রাতের বেলায় অপরাধমূলক তৎপরতা বেড়েছে। তারা দ্রুত টহল জোরদার ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়