কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সংযোগের লক্ষ্যে মওলানা ভাসানী সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই চিলমারী উপজেলায় মোটরসাইকেল চুরির প্রবণতা আকস্মিক হারে বৃদ্ধি পায়।
এ চক্রের সাথে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় চিলমারী থানা পুলিশ ব্যাপক অনুসন্ধান শুরু করে।
এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর'২৫ শনিবার রাতে চিলমারী থানার বাজার এলাকায় একজন ব্যক্তিকে রহস্যজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে চোর চক্রের সদস্য সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে চিলমারী থানা পুলিশ।
ব্যপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে চিলমারী থানা এলাকার বিভিম্ন স্থানে ব্যপক তল্লাশি অভিযান পরিচালনা করে মোট ৫টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক করে চিলমারী থানা পুলিশ।
চোরাই চক্রের গ্রেফতারকৃতরা যথাক্রমে, মোঃ মিলন (২৬), মোঃ হান্নান মিয়া (৩২), মোঃ সাদাকাত হোসেন (৩৫), মোঃ নুরুল হুদা (৩৫)। এরা ৪জন চিলমারী উপজেলার গাজীর পাড় এলাকার বাসিন্দা। তাছাড়া রংপুরের হারাগাছের হক বাজার নয়াটারী এলাকার অপর সদস্যের নাম মোঃ রুবেল মিয়া (২৭)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে উক্ত বিষয়ে আরও জরিতদের গ্রেফতারের লক্ষে ব্যপক তথ্য অনুসন্ধান ও গ্রেফতার অভিযান অব্যহত থাকবে।