মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধোপাদহ গ্রামের মোশারফ হোসেনের ছেলে সিফাত হোসেন রোববার দুপুরে বাড়ীর পাশে গাছের নিচে বসেছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে গাছের উপর বজ্রপাত হলে সিফাত গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।সিফাতের মরদেহ জামালপুর হাসপাতাল থেকে বাড়ীতে আনা হয়েছে।