হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরে মো. রাকিব (২১) নামে এক অটোরিকশা চালক নিখোঁজ হওয়ার পর পুলিশের তৎপরতায় তার সন্ধান মিলেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঢাকায় ওই অটোরিকশা চালকের সন্ধান মিলে। সে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিল।
রাকিবের মা আঁখি জানান, 'রাকিব তার স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। বর্তমানে সে ঢাকায় অবস্থান করছে।'
সন্ধানের সত্যতা নিশ্চিত করে অটোরিকশা চালকের বাবা আব্দুল খালেক রাকিবের বরাত দিয়ে বলেন, 'রাকিব শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে ভাড়া করা ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে ভাজনডাঙ্গা কালীবাড়ী মোড়ের নিজ বাড়ি থেকে বের হন। এরপর দুই-তিনজন লোক তিন ঘণ্টার জন্য রাকিবের অটোরিকশা ভাড়া করে। অত:পর একটা গ্রামের ভিতর নিয়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও অটোরিকশা কেড়ে নেয়। এসময় রাকিবকে ভয়ভীতি দেখায় তারা। পরে সে (অটোরিকশা চালক) ঢাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করেন।'
তিনি বলেন, 'অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ভয়ে সে আর বাড়ি ফেরেনি।'
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি.এম. মামুনুর রশিদ বলেন, বাড়ি থেকে বউয়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়। এরপর সে ঢাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিল। সেখানে তার সন্ধান মিলে।
তিনি আরও বলেন, সন্ধানের পর রাকিবের পরিবার থানা থেকে সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করে নিয়েছেন।
প্রসঙ্গ, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা কালীবাড়ি মোড় এলাকার নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর সন্ধান মিলছিল না রাকিবের।