মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১টি বিদেশি পিস্তলসহ ৬ রাউন্ডগুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর-বাগিচাপাড়ায় অভিযান চালিয়ে পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়। র্যাব ও বিজিবির যৌথ অভিযানে আরও উদ্ধার করা হয়েছে ২টি ম্যাগাজিনও। তবে এ ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হয়নি তারা।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আজমতপুর বিওপির সীমান্ত মেইন পিলার থেতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জে বাগিচাপাড়া এলাকায় র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়। এ সময় মালিক বিহীন ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সেগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।