শিরোনাম
◈ লাগাম টানা হলো পুলিশের গ্রেপ্তারি ক্ষমতায়, ১২৭ বছরের পুরোনো ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন (ভিডিও) ◈ রাজনৈতিক দলের ৬ নেতাসহ ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ◈ এ‌শিয়া কা‌পে সুপার ফোরেও ভারতের কাছে দিশাহারা পাকিস্তান, হার‌লো ৬ উই‌কে‌টে ◈ ফিলিস্তিনকে যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার স্বীকৃতি, যা বললেন নেতানিয়াহু ◈ ফেসবুক নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিলো ঢাকা কলেজ ◈ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি ◈ দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ ◈ শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনা‌লে বাংলাদেশ  ◈ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন জামায়াতে ইসলামী এবং এনসিপির আরও দুই নেতা ◈ বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ছাত্র-স্থানীয়দের সংঘর্ষ কেন বাধে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৭ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর তারিখে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের হয়। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন এর ধারা ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ অনুযায়ী রুজু করা হয়।

এই মামলায় গতকাল শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার চরচারিপাড়া গ্রামের ওয়াসেক বেপারীর ছেলে মনির হোসেন চেয়ারম্যান,হাটচান্দিনা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মো. মাসুদ রানা এবং একই গ্রামের মৃত রুসমত আলীর ছেলে মো. জুয়েল রানা।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত সাপেক্ষে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়