জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিয়ের দাওয়াতে এসে কাভার্ডভ্যান চাপায় চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফ্লোরিডা ফিলিং স্টেশনের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহিয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের আইয়ুব মিয়া বাড়ির মো. সোহেলের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু তাহিয়া তার পরিবারের সঙ্গে চন্দ্রগঞ্জ বাজারের রাজ মুকুট কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে আসেন। ঘটনার সময় দুষ্টামি করতে গিয়ে সড়কে ওপর চলে যায় সে। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন, ঘটনার পর পরই কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায় চালক। এজন্য চালককে আটক করা যায়নি। তবে কাভার্ডভ্যান জব্দ রয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার শিশুর পরিবার মামলা করবে।