শিরোনাম
◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫১ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে এসআই-এর তৎপরতায় চুরি হওয়া ২ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

মো: আদনান হোসেন, ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে কৌশলে চুরি হওয়া প্রায় ৭ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩০ আগস্ট ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের জয়পুরা আনোয়ার শপিং কমপ্লেক্সের পার্কিং থেকে মোটরসাইকেল দুটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. আনছের আলী (লাড়ুয়াকুণ্ডু, কুল্লা ইউনিয়ন) ১৪ সেপ্টেম্বর ধামরাই থানায় মামলা (নম্বর-১৮) দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা:

  • মো. ইমরান মিয়া (২৫), জীবননগর, পাংশা, রাজবাড়ি
  • মো. বিপুল শেখ (৩০), কালীনগর, কালুখালী, রাজবাড়ি
  • মো. জাহাঙ্গীর জাহান বনি (২৫), শরীশা খালপাড়া, পাংশা, রাজবাড়ি
  • মো. আল আমিন, পাহাড়িয়াকান্দি, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, চুরি হওয়া মোটরসাইকেল দুটি হলো—

  • একটি ম্যাট কালো রংয়ের ১৫৫ সিসির সুজুকি (মূল্য প্রায় ২ লাখ টাকা)
  • একটি ইয়ামাহা জিকএক্সআর (১৫৫ সিসি, মূল্য প্রায় ৫ লাখ ৪৫ হাজার টাকা)

এসব মোটরসাইকেল পার্কিংয়ে লক করে রেখে যান ভুক্তভোগী ও তার মামা। কিন্তু রাত ১১টার দিকে এসে তারা মোটরসাইকেল দুটি আর খুঁজে পাননি।

 

অভিযোগের পর ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসার সুলতানের নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করে।

প্রথমে ১৪ সেপ্টেম্বর রাজবাড়ি জেলায় অভিযান চালিয়ে আসামি ইমরানের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে আসামি বনি ও বিপুলের হেফাজত থেকে অপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে ফের আদালতে পাঠানো হয়েছে।

এসআই মো. কাউসার সুলতান বলেন, “চুরির অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত অভিযান চালাই। রাজবাড়ি ও কুষ্টিয়া থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার এবং চার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও বলেন, “চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশ সর্বদা তৎপর। অপরাধীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়