শিরোনাম
◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর ◈ আশুলিয়ায় ভাড়া বাসায় মিললো স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ ◈ এ‌শিয়া কাপে পাকিস্তানকে গু‌ড়ি‌য়ে দি‌লো ভারত, ম‌্যাচ জিত‌লো ৭ উই‌কে‌টে  ◈ বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানব জ‌্যামাইকার অব‌লিক সেভিল ◈ পদ্মা সেতুতে সোমবার থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ ◈ বিশ্ববাসীর প্রতি ইসরাইলকে শাস্তি দিতে আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর ◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসন সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র  ফিরে পাওয়ার দাবিতে সড়ক অবরোধ

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: চরভদ্রাসন সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র ফিরে পাওয়ার দাবিতে আজও রবিবার সকাল ১১ ঘটিকায় চরভদ্রাসন কলেজের শিক্ষার্থীরা চরভদ্রাসন বাজারের প্রধান সড়ক অবরোধ করে এ সময় তারা তাদের পরীক্ষা কেন্দ্রটি  ফিরে পাওয়ার দাবিতে স্লোগান দিতে থাকে চরভদ্রাসন উপজেলা টি একটি ব্যতিক্রমধর্মী উপজেলা চারটি ইউনিয়ন নিয়ে এই উপজেলাটি গঠিত  পদ্মা নদী এই উপজেলা টিকে দুই ভাগে বিভক্ত করে তার বুকের উপর দিয়ে বয়ে গেছে ।

১৯৬৮ সালের গঠিত চরভদ্রাসন সরকারি কলেজ তৎকালীন সময়ে পার্শ্ববর্তী সদরপুরের শিক্ষার্থীরা চরভদ্রাসন সরকারি কলেজে লেখাপড়া করত । সেই ঐতিহ্যবাহী চরভদ্রাসন সরকারি কলেজের কেন্দ্রটি সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত চলমান ভোট কর্তৃপক্ষ চর অঞ্চলের সম্পর্কে ধারণা না থাকায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে ভোট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। উক্ত এলাকা সম্পর্কে ধারণা দিতে হবে।

চরাঞ্চলের ছাত্রছাত্রীরা কিভাবে পদ্মা নদী পার হয়ে এসে অন্যত্ত্ব গিয়ে পরীক্ষা দিবে এ ভোগান্তি এবং দুর্দশা কথা বর্ণনা করে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন আমরা চরভদ্রাসন সরকারি কলেজের প্রভাষক কে বললে সে বলেন আমার কিছু করণীয় নেই এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ছাত্রদের ফেসবুক আইডির মাধ্যমে উক্ত ঘটনা জানতে পেয়ে তাদেরকে ডেকে আনি ।

তারা উর্মি,মাজিদুল, সাব্বির ,শুভ ,তানভির,হুসনা ,সিনহা ,সিনথিয়া,নাইম, ১০ জনের একটি প্রতিনিধি দল আমার কাছে আসলে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করব বলে আশ্বস্ত করি এ ব্যাপারে আমি আজ রবিবার জেলায় মিটিং এ ছিলাম সেখানে ডিসি স্যারের সাথে আলোচনা করেছি ।আগামী কাল সোমবার চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর নিখিল রঞ্জন বিশ্বাস মহোদয় কে ছাত্র প্রতিনিধিদের নিয়ে উপজেলায় আসার জন্য বলেছি এই ব্যাপারে সবাই মিলে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়