শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৮ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীর মোহাম্মদ আলী বাজার থেকে ৩টি ডাকাতি মামলার আসামী ইয়াছিনসহ ৬ জনকে দেশীয় অস্ত্রসহ র‍্যাব-৭ গ্রেপ্তার করেছে।

র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোর ফেনী জেলার সীমান্তবর্তী ছাগলনাইয়া ও ফুলগাজী থানা এলাকা থেকে একটি পিকআপে কিছু গরু চুরি করে নিয়ে যাচ্ছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে, আনুমানিক ০৭:৪০ ঘটিকায়, র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজারস্থ পার্টি প্যালেন কমিউনিটি সেন্টারের বিপরীত পার্শ্বে, রনি রেস্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে।

এসময় চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি পিকআপ গাড়ীকে থামানোর সংকেত দিলে গাড়ীটি থামানো সম্ভব না হয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে নিম্নলিখিত ৬ জনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করতে সক্ষম হয়:

১. জামান হোমেন মানিক (৫০), পিতা-মৃত আব্দুল হালিম, সাং-গাংরা
২. মোঃ আরিফুল ইসলাম (৩২), পিতা-মৃত আব্দুল রাজ্জাক, সাং-দক্ষিন লাটিমা
৩. মোঃ ইয়াসিন (৪৬), পিতা-মৃত তরু মিয়া, সাং-সাচকি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা
৪. আব্দুল কাদের (৩৭), পিতা-মৃত ইলিয়াস, সাং-চরচান্দিয়া
৫. মোঃ হারুন (৩৫), পিতা-মৃত ইলিয়াস, সাং-চর খেয়াজ, উভয় থানা-সোনাগাজী, জেলা-ফেনী
৬. মোঃ সুলতান আহম্মদ (২৬), পিতা-মৃত হাছান উল্লাহ, সাং-শ্রীপুর, থানা-ফুলগাজী, জেলা-ফেনী

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা পিকআপ (সিঙ্গেল কেবিন, গাড়ীর রেজি নং-ঢাকা মেট্রো ন-১৯-৬২১৮) থেকে ০৪টি চুরিকৃত গরু উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত গাড়ীটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত গরু ৪টির আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়